খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: পিরোজপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন ২০১৬-১৭ বাজেটে সকল তামাক পণ্যের উপর কার্যকর হারে কর বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গোপালকৃষ্ণ টাউনক্লাব সড়কে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও পিপলস ডেভেলপমেন্ট (পিডিএফ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, মুক্তিযোদ্ধা শহীদুল আলম মন্টু, পিপলস ডেভেলপমেন্ট (পিডিএফ) এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, (পিডিএফ) আহবায়ক জুলেখা ইসলাম, আলোর দিশারী মহিলা সংস্থার সভাপতি নূরজাহান বেগম।
মানববন্ধনে বক্তারা বলেন, তামাক ও তামাকজাত পন্য স্বাস্থ্যের জন্য হানিকর। বাংলাদেশে ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুয় তামাক সেবন করেন যার মধ্যে ২৩% ধুমপানের মাধ্যমে ব্যবহার করেন এবং বাকি ২৭% ধোঁয় বিহীন তামাক ব্যবহার করেন। কিশোর কিশোরীরা তামাক পন্য ব্যবহার করে যা অতন্ত উদ্বেগজনক।
তামাক ব্যবহার জনিত রোগে প্রতি বছর ১ লক্ষ মানুষ অকাল মৃত্যু বরণ করে। তামাক থেকে সরকার যে পরিমান রাজস্ব পায় তামাক ব্যবহারের কারণে অসুস্থ রোগীর চিকিৎসায় সরকারকে স্বাস্থ্যখাতে তার দ্বিগুন ব্যয় করতে হয়। তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও খুচরা তামাক পণ্য বিক্রির উপরে নির্ধারিত করের দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।