খােলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রলি ২০১৬:পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রী কলেজের দীর্ঘদিনের অধ্যাপক ও নাজিরপুর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ,শিক্ষাবিদ আফতাব উদ্দিন আর নেই । তিনি ব্রেইনষ্ট্রোক জনিত কারনে ঢাকার কলাবাগানস্থ ওরিয়ন রেনাল এন্ড জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১১ এপ্রিল সোমবার রাত ১১.২০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে—- রাজিউন )।
বরিশাল বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহ্বায়ক ও পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও মরহুমের আত্যার মাগফেরাত কামনা করেন। আলমগীর হোসেন জানান,আজ মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে মরহুমের মরদেহ ,তার নিজ বাড়ী ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে । অধ্যক্ষ আফতাব উদ্দিন পিরোজপুর ,নাজিরপুর ও মাটিভাংগার সকল শ্রেনী পেশার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যাক্তিত্ব ছিলেন।