খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: অভিনেতা ইমাম লি মারা গেছেন। (ইন্নাৃরাজিউন)। আজ কোরিয়ান সময় ভোর ৪টা ৫০ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
অভিনেতা ইমাম লি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীদর টেলিভিশন ছবিতে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। তার মৃত্যু খবরটি নিশ্চিত করে ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার সকালে লেখেন, ‘দিন শুরু হলো মন খারাপ করা খবর দিয়ে। টেলিভিশন ছবির অভিনেতা, আমার বন্ধু-ভাই ইমাম লি কাল রাতে ক্যান্সারের সাথে তার দীর্ঘ লড়াইয়ে হার মেনেছে। ভোর থেকে মাথায় সিনেমার মতো চলছে ইমাম লি। রেস্ট ইন পিচ ব্রাদার।’
জানা গেছে, দীর্ঘ ৪ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন ইমাম লি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ব্যবসায়ী। দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন ইমাম লি।