Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: তীব্র গরমে রাজধানীবাসীর নববর্ষ পালনে যেন ভাটা না পড়ে সেজন্য বিনামূল্যে পানি ও হাত পাখা বিতরণ করবে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
র‌্যাব মহাপরিচালক বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ঐতিহ্যের এ দিনটিতে রাজধানীতে উৎসবের আমেজ বিরাজ করে। এবারের নববর্ষে প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা বেশি। এই গরমে নগরবাসীর আনন্দকে ম্লান করতে না পারে তার জন্য পুলিশের পাশাপাশি র‌্যাবও সহযোগিতা থাকবে। নগরবাসীর পিপাসা মেটাতে বিনামূল্যে পানি ও হাতপাখা বিতরণ করা হবে। পাশাপাশি ক্যাপও (মাথার টুপি) বিতরণ করা হবে।
তিনি বলেন, কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হয়েছে। কেউ অসুস্থ হলে ওষুধ সরবরাহসহ তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন বিভাগের প্রধান কেএম আজাদ, র‌্যাব-৩ এর সিও খন্দকার গোলাম সারওয়ার, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান প্রমুখ।নববর্ষে বিনামূল্যে হাত পাখা বিতরণ করবে র‌্যাব
তীব্র গরমে রাজধানীবাসীর নববর্ষ পালনে যেন ভাটা না পড়ে সেজন্য বিনামূল্যে পানি ও হাত পাখা বিতরণ করবে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
র‌্যাব মহাপরিচালক বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ঐতিহ্যের এ দিনটিতে রাজধানীতে উৎসবের আমেজ বিরাজ করে। এবারের নববর্ষে প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা বেশি। এই গরমে নগরবাসীর আনন্দকে ম্লান করতে না পারে তার জন্য পুলিশের পাশাপাশি র‌্যাবও সহযোগিতা থাকবে। নগরবাসীর পিপাসা মেটাতে বিনামূল্যে পানি ও হাতপাখা বিতরণ করা হবে। পাশাপাশি ক্যাপও (মাথার টুপি) বিতরণ করা হবে।
তিনি বলেন, কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হয়েছে। কেউ অসুস্থ হলে ওষুধ সরবরাহসহ তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন বিভাগের প্রধান কেএম আজাদ, র‌্যাব-৩ এর সিও খন্দকার গোলাম সারওয়ার, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান প্রমুখ।