Fri. Mar 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১ রানের অবিশ্বাস্য হারের পর রাতে বাংলাদেশের কোনো খেলোয়াড়ই ‘ডিনার’ (নৈশভোজ) করেননি! এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সপরিবারে এখন কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন মাশরাফি। সোমবার সেখানে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটও খেলেছেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক।
সেখানেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ রানের হার নিয়ে মাশরাফিকে প্রশ্ন করে স্থানীয় এক যুবক।
এ সময় মাশরাফি বলেন, ‘হারের পর আমরা সবাই বিপর্যস্ত ছিলাম। ওই রাতে আমাদের কেউই ডিনার করেনি। পরাজয় খেলারই একটা অংশ। তবে আমরা ম্যাচটা হারতে চাইনি।’
জয় হাতের মুঠোয় পেয়েও অমন ম্যাচ কে হারে বলুন? জয়ের জন্য শেষ ৩ বলে প্রয়োজন ছিল ২ রান। আর সেই সমীকরণটাই মেলাতে পারেননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যান।
ওই হারের পর শুধু মাশরাফি-সাকিবরা কেন, বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমিও হয়তো সেই রাতে না খেয়েই ঘুমাতে গিয়েছিলেন