Thu. Mar 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে সেদিন বললেন, এই যুগে সাকুল্যে তিনজন গ্রেট ফুটবলার আছে। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার। আর এই তিনের মধ্যে আসলে সব পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষ কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে। ৫ বারের ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসি বাকি দুজনকে ছাড়িয়ে প্রায়ই এগিয়ে থাকেন। ২০১৫ সালে বিশ্বে ফুটবলারদের সারা বছরের আয়ে রোনালদো ও নেইমারের আগে আছেন মেসি। বিশ্বের সব ফুটবলারের চেয়ে বেশি আয় করেছেন তিনি।
ম্যাগাজিন ফ্রান্স ফুটবল জানাচ্ছে, আর্জেন্টাইন অধিনায়ক মেসি ২০১৫ সালে আয় করেছেন ৭৪ মিলিয়ন ইউরো। প্রায় ৬৬১ কোটি টাকার বেশি। রোনালদো আয় করেছেন ৬৭.৪ মিলিয়ন ইউরো। ৬০২ কোটি টাকার বেশি। আর নেইমারের আয় ছিল ৪৩.৫ মিলিয়ন ইউরো। ৪২৯ কোটি টাকার বেশি। টানা তিন বছর সর্বোচ্চ আয়ের হিসেবটা এমনই থাকলো। শীর্ষ তিনে কোনো হেরফের হলো না। এই হিসেবটা করা হয়েছে খেলোয়াড়দের বেতন, স্পন্সরশিপ ও বিভিন্ন বোনাসের আয় যোগ করে।
অবশ্য ক্লাবের বেতনের হিসেবে সবচেয়ে দামী খেলোয়াড় কিন্তু পর্তুগিজ সুপারস্টার রোনালদো। রিয়াল মাদ্রিদ থেকে বছরে ১৫০ লাখ ইউরো আয় করেন তিনি। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব আয়ের খেলোয়াড় মেসি। বার্সেলোনা থেকে তিনি পান ১৪৫ লাখ ইউরো। আর এই তালিকায় ব্রাজিলের নেইমার আট নম্বরে। বার্সেলোনা থেকে বছরে বেতন হিসেবে তিনি পান ১১৪ লাখ ইউরো। এই আয় তারা করেন রাজস্ব পরিশোধের পর।