খোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: তৃতীয় ও চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীনরা দেশব্যাপী ভয়াবহ সশস্ত্র তাণ্ডব শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটি বলছে, ইউপি নির্বাচন নিয়ে শাসক দলের হিংস্র তাণ্ডবে দেশের মানুষ অপমানিত ও অত্যাচারিত হলেও নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদাধিকারীরা অনাচার আর জালিয়াতিকে বৈধতা দিয়ে যাচ্ছে।
বুুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দুই দফা নির্বাচনসহ আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৪৫ জন নিহত ও পাঁচ সহস্রাধিক লোক আহত হলেও নির্বাচনী সহিংসতায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। সারা দেশের মানুষ ভোট প্রহসনে ক্লান্ত ও আতঙ্কিত। ক্ষমতাসীনদের অস্ত্রের ঝনঝনাতিতে গ্রামে গ্রামে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
ক্ষমতাসীনরা সশস্ত্র মহড়া দিয়ে সারা দেশে বিএনপি কর্মী ও ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, নির্বাচন নিয়ে প্রশাসন ও সরকারি দলের যৌথ নৃশংস তা-বে বিরোধী দল, গণমাধ্যম যতই চেঁচামেচি করুক নির্বাচন কমিশনের উচ্চপদস্থ পদাধিকারীরা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে নির্লজ্জের মতো বিবৃতি দিয়ে যাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা শাশ্বত মিথ্যাবাদী হিসেবে আজ দেশের মানুষের কাছে আখ্যায়িত হয়েছেন।
তিনি বলেন, দুই ধাপের সহিংস নির্বাচন দেশে-বিদেশে ঘৃণিত হলে নির্বাচন কমিশন সকল মিথ্যাচার করার পরেও এক পর্যায়ে প্রেসনোট দিয়ে বলেছিল, নির্বাচনের পরবর্তী ধাপগুলো শান্তিপূর্ণ হবে। কিন্তু নির্বাচনী সহিংসতা ও মৃত্যুর মিছিল যেন থামছেই না।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।