খোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: মিয়ানমার ও ভারত সীমান্তে ভূমিকম্প হলে তার কম্পন ঢেউ ঢাকা সহ সারাদেশে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের মাওলাইক শহর থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণপূর্বে। এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯ রিখটার।
সন্ধ্যা সাতটা ৫৬ মিনিটে থেকে থেমে বেশ কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়। অন্তত ৮ সেকে- ধরে টানা এ ভূকম্পন অনুভূত হতে থাকে। এরপর থেমে থেমে আরো কয়েক দফা ভূকম্পন হয়। ঢাকা থেকে ভূমিকম্পনের উৎসস্থল ছিল ৪৬৪ কিলোমিটার দক্ষিণপূর্বে। বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯ রিখটার। দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পনের সময় মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে। রাজধানীতে ভূকম্পন অনুভূত হওয়ার পরই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়ে।
বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও ভারতের দিল্লি, চেন্নাই, পাটনা, গৌহাটি, কলকাতায়, হরিয়ানা, নেপাল ও ভুটানে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভারতের বহুতল ভবন থেকে হাজার হাজার মানুষ দ্রুত নিচে নেমে আসে। তবে ভূমিকম্পে এ পর্যন্ত দেশের কোথাও থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ রিখটার। ভূমিকম্পের গভীরতা ছিল ১৩৫ কিলোমিটার।