খোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: আইপিএলের নবম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মঙ্গলবার মুস্তাফিজের অভিষেক হলেও সাকিব এখনো রয়েছেন সুযোগের অপেক্ষায়।
কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে সাইড বেঞ্চে বসিয়ে রাখে। এরপর আজ মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নেমেছে তারা। কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করছে কেকেআর। আজ কলকাতার একাদশে একটি পরিবর্তন আসলেও সুযোগ হয়নি সাকিব আল হাসানের। আজও উপেক্ষিত রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।