Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬: বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার এক বাণীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘১৪২৩ সন দেশ ও জাতির জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি এবং উন্নয়নের নিরবচ্ছিন্ন ধারা।’
এরশাদ বলেন, ‘বিগত ১৪২২ সনের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আমরা আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে চাই, বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে। সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা, হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহণ করতে হবে নতুন বছরের শুরুতেই।’
তিনি বলেন, ‘আমাদের হাজার বছরের ঐতিহ্যের ইতিহাসে জাতি সব সময় পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার আনন্দে মেতে ওঠে। আমরা সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানাই উৎসবের আমেজ নিয়ে।’ এরশাদ আশা প্রকাশ করে বলেন, ‘নতুন বছরে জন-জীবনের পুঞ্জীভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে এবং উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।