Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬: টাঙ্গাইলে আজ পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কামুটিয়া গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল করিম (১৭) ও গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার শরাফত আলীর ছেলে মানিক মিয়া (১৬)। মানিক নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়।
এদিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের নথখোলা এলাকায় দুপুরে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। এতে আহত হয় আরো দু’জন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বিকেলে গোপালপুর উপজেলার নবগ্রাম থেকে কয়েকজন কিশোর একটি পিকআপ ভ্যানে মধুপুর যাচ্ছিলো। পথে পিকআপ ভ্যানটি ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক (১৫) নামে একজন নিহত হয়। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়। আহতদের প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরা হলো- গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার আল-আমিন (১৫), ছোটন (১৬), কামরুল হাসান (১৫) ও শাকিল আহম্মেদ (১৬)।