xখোলা বাজার২৪, শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬: রাজধানীসহ সারাদেশে কোথাও কোনো হামলার হুমকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীর বিভিন্ন অনুষ্ঠান স্থল বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রমনা বটমূলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, বাংলা নববর্ষ বরণ নির্বিঘœ করতে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের প্রতিটি সড়কে তল্লাশি অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তায় এ ধরনের কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা আগেই দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরের অনুষ্ঠানগুলোতেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে- উল্লেখ করে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীসহ সারা দেশ। যেখানেই অনুষ্ঠান, সেখানেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।