খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশাখী উপহার হিসেবে পয়লা বৈশাখের ছয় দিন পর থেকে জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে।
তিনি বলেন, অকটেন ও পেট্রোলের লিটারে কমছে ১০ থেকে ১৫ টাকা এবং কেরসিন ও ডিজেলে কমছে ৫ থেকে ৬ টাকা। আগামী ২০ এপ্রিল এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, জ্বালানি তেল কম দামে বিক্রি না করার পায়তারা করে কোনো পাম্প এ সময়ে বন্ধ থাকলে তার লাইসেন্স বাতিল করা হবে।