Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: রাজধানীর পল্লবী এলাকায় শুক্রবার রান্না ঘরে গ্যাসের আগুনে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- মো. রনি (৩৫), তার স্ত্রী শাহানা আক্তার (২৯) ও তাদের দেড় বছরের মেয়ে রোজিনা। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শাহানা আক্তারের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। বাকি দুজনের হাত ও পা পুড়ে গেছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, পল্লবীর ১২ নম্বর সেকশনে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় থাকেন রনি ও তার পরিবার। দুপুর আড়াইটার দিকে শাহানা আক্তার রান্না করতে যান। এ সময় তিনি ম্যাচ জ্বালিয়ে চুলায় আগুন ধরাতে গেলে পুরো রান্না ঘরে আগুন ছড়িয়ে পড়ে। শাহানার চিৎকারে তার স্বামী ও মেয়ে এগিয়ে আসলে তারাও দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রনি জানান, গ্যাসের লাইন ছিদ্র থাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি ধারনা করছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।