Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: রাজপথের পরিবর্তে আন্দোলন এখন হল রুম ও ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, আমরা এখন কথা বলছি, সেমিনার করছি। এরপর যে যার মতো বাসায় চলেও যাচ্ছি। অথচ রাজপথের আন্দোলনে কাউকে পাওয়া যায় না। অবশ্য এ ক্ষেত্রে পরিস্থিতিও আমাদের অনুকূলে নয়।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এমন্তব্য করেন। ‘দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিক ভাবনা’-শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন নামে সদ্য আত্মপ্রকাশ করা সংগঠনটি।
দলের নেতাদের সমালোচনা করে শাহ মোয়াজ্জেম বলেন, অনেকে বক্তৃতা করে গলা ফাটিয়ে ফেলেন। নেত্রীর জন্য জান দিয়ে দেন। অথচ নেত্রী যখন গুলশানে অবরুদ্ধ ছিলেন, নেত্রীর খোঁজ নিতে তাদের কাউকেই তখন সেখানে যেতে দেখা যায়নি। যদি শেখ হাসিনার ক্ষেত্রে এটা হতো, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনা চ্যালেঞ্জে তা ছেড়ে দিত না।
তিনি বলেন, পুলিশ এখন জনগণের সেবক নয়। তারা এক ব্যক্তি ও একটি দলের সেবক হয়ে গেছে। ফলে এক ব্যক্তির ইচ্ছা পূরণ করতে গিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমনে বেপরোয়া আচরণ করছে।
অপসংস্কৃতি এখন দেশকে ধ্বংস করে দিচ্ছে এমন অভিযোগ করে বিএনপি নেতা বলেন, বর্ষবরণের নামে পয়েলা বৈশাখে এখন নিজের দেশের সংস্কৃতিকে প“লিত করে বি-জাতীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়েছে। একটি দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করা গেলে সেই দেশটিকেই ধ্বংস করে দেয়া যায়। আমাদের সংস্কৃতিকে এখন ধ্বংসের পায়তারা চলছে।
‘আদর্শ নাগরিক আন্দোলন’র আহ্বায়ক মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মফিজুর রহমান লিটনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানে ‘আদর্শ নাগরিক আন্দোলন’র ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে ‘জাতীয় সংসদে ৩০০ আসনের পরিবর্তে ৪৫০ আসন করা’সহ দেশ ও জাতির উদ্দেশে ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়।