খোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: একে তো গরমের জ্বালা তারপর যদি থাকে মশার উৎপাত কেমন হবে তখন একটু ভাবুন তো! অবশ্য ভাবার সুযোগ না থাকলেও চলবে। কারণ এই দুই উৎপাতে নগরজনজীবন এখন কতটা কষ্টকর তা আর বলার অপেক্ষা রাখে না। সুত্র- সমকাল
কর্মব্যস্ত দিনে না হয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকলে গরমের তাপ থেকে মুক্তির উপায় মেলে। কিন্তু মশা ঠেকাবে কে? নানা উপায়ে মশা তাড়ানোর পরও হঠাৎ হঠাৎ মশার উটকো শব্দ আপনার শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে সহজেই!
মশার উৎপাত থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টিপস দেওয়া হয়েছে এবেলার এক প্রতিবেদনে।
নিম তেল: গায়ে নিমের তেল মেখে নিন কিছুটা। এতে প্রায় ৮ ঘণ্টা মশা আপনার ধারে কাছে ঘেঁষবে না।
কর্পূর: ঘরের দরজা জানলা বন্ধ করে কিছুটা কর্পূরে আগুন ধরিয়ে ঘরের ভিতর রেখে দিন। মশা পালাবে।
তুলসী: জানলার কাছে তুলসি গাছ লাগান। এতে বাড়ির কাছাকাছি মশার জন্ম রোধ হবে।
রসুন: জলে কয়েক কোয়া রসুন সিদ্ধ করে সেই জলটা ছিটিয়ে দিন ঘরের মধ্যে। মশা আসবে না।
টি ট্রি অয়েল: ভেপোরাইজারের মাধ্যমে এই তেল চারদিকে ছড়িয়ে দিন। ঘর মশামুক্ত হবে।
ল্যাভেন্ডার: এতে শুধু যে ঘর সুগন্ধিত হবে তা-ই নয়, মশাও পালাবে।