খোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ (বিডি) ল্যাম্পসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে ইমানুয়েল ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ২৯ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭০ টাকা ৭৫ পয়সা।
কোম্পানিটি ১৯৮১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫২ কোটি ৩১ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৯৩ লাখ ৭০ হাজার ৬০৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬১ দশমিক শূন্য ৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৭ দশমিক ৪৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক শূন্য ৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২১ দশমিক ৪৯ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৭১ টাকা ও সর্বোচ্চ ১৯২ টাকা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৬৬ দশমিক ২১।