খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: ইতিহাস তৈরি করলেন ব্রিটিশ রাজ দম্পতি উইলিয়াম প্রিন্স ও কেট মিডলটন। ১৯৯২ সালে তাজমহলের সৌন্দর্য দেখতে এসে মা ডায়ানা একাকি যে বেঞ্চটিতে বসেছিলেন, ২৪ বছর পর সেই একই বেঞ্চে স্ত্রী কেটকে নিয়ে শনিবার কিছুটা সময় পার করলেন উইলিয়াম। ব্রিটিশ রাজবধূ ডায়ানার তখনকার একাকি ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তাই ভারত সফরে এসে মা’য়ের সেই পদচিহ্নে হেঁটে স্মৃতিচারণ করতে ভুলেননি তিনি।
শনিবার আগ্রার তাপমাত্রা ছিল ১০৯ ফারেন হাইট। ফলে বিদঘুটে গরমের মধ্যেই কেটকে ঘুরে ঘুরে মা’য়ের স্মৃতিচারণ করেন উইলিয়াম । পাশাপাশি নিজেদের জন্যও কিছু স্মৃতি তৈরি করে নিলেন ব্রিটিশ রাজ দম্পতি।
‘ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ’ খ্যাত এ দম্পতি তাজমহলে পৌঁছার আগমুহূর্তে পুরো এলাকা পর্যটক মুক্ত করা হয়। অধিক তাপমাত্রা হওয়ায় শ্রমিকরা স্মৃতিস্তম্ভের সামনের সেই বিখ্যাত ‘ডায়ানা বেঞ্চে’ বরফের পানি ছিটিয়ে ঠা-া করেন।
২৪ বছর আগে মা’য়ের স্মৃতি বিজড়িত স্থানটিতে এসে উইলিয়াম জানান, তারা এই সফরকে বেশ উপভোগ করছেন। এটা খুবই সুন্দর জায়গা। এখানকার ডিজাইন অত্যাশ্চর্য। কেট বলেন, এ বিল্ডিংয়ের বিস্ময়কর ঘটনা সম্পর্কে অবিশ্বাস্য শিক্ষা রয়েছে। এটা আসলেই সুন্দর স্থাপত্য।
ভারত-ভূটান সফরে নিজেদের সন্তান প্রিন্স জর্জ এবং প্রিন্সেস শর্লটকে রেখেই এ ভ্রমণে এসেছেন তারা। এর কারণ হিসেবে কেট জানান, জর্জ খুবই দুষ্টু। এখানে এলে সে সব জায়গায় দৌড়াদৌড়ি করে বেড়াতো।
তাদের যোগাযোগ বিষয়ক সচিব জেসান কাউফ জানান, রাজদম্পতি এই সফরকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন। কেননা ওই বিখ্যাত জায়গাটি ডায়ানার স্মৃতি বহন করছে। জায়গাটি পরিদর্শন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন উইলিয়াম। ভারতীয়দের সৌন্দর্যবোধ ও শিল্প-নৈপুণ্যেরও প্রশংসা করেছেন তারা।
এর আগে গত ১২ এপ্রিল ভারত ও ভুটান সফরের উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করেন তারা। দুইদিন ভারত দর্শন শেষ করে তারা যান ড্রাগন রাজার দেশ ভুটানে। সেখানে দেশটির রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এরপর ১৬ এপ্রিল আবার ভারতে ফিরে আসেন এই দম্পতি।
গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাজ্য সফরকালে কেট ও উইলিয়ামের এ সফরসূচি নির্ধারিত হয়। ধারণা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সম্পর্ক আরো গভীর ও জোরদার হবে।- দ্যা সান।