খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: মিয়ানমারের প্রেসিডেন্ট হতিন কিয়াউ নববর্ষের দিনে দেশটির ৮৩ বন্দীকে মুক্তি দিতে একটি কাগজে স্বাক্ষর করেছেন। রোববার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। যদিও মুক্তি পাওয়া ব্যক্তিরা রাজনৈতিক বন্দী কিনা তা এখনো পরিষ্কার নয়।
সু চির দীর্ঘদিনের সহযোগী হতিন কিয়াও কিছুদিন আগে দেশটির প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন। কয়েক দশক পর দেশটির অবাধ নির্বাচনে সেনাসমর্থিত ক্ষমতাসীন দলকে বিপুল ব্যবধানে হারিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী সু চির দল এনএলডি ক্ষমতায় গেলেও জান্তা সরকারের সংবিধানের কিছু বিধি-নিষেধের কারণে প্রেসিডেন্ট হতে পারেননি তিনি।
বন্দীদের মুক্তির বিষয়ে রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতির একটি বিবৃতি পোষ্ট করা হয়। এতে বলা হয়েছে, ‘৮৩ বন্দীকে ক্ষমা করে দেওয়া হয়েছেৃ মিয়ানমারের নতুন বছরের প্রথম দিনে’। সামরিক জান্তা শাসনামলে ১৫ বছর গৃহবন্দী থাকা অং সান সু চি চলতি মাসের শুরুর দিকে এক বিবৃতিতে বলেন, তার প্রশাসনের অন্যতম কাজ হবে বন্দীদের মুক্তি দেওয়া।
স্থানীয় পুলিশ বলছে, এনএলডি ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২ শ’ বরাজবন্দী মুক্তি পেয়েছে। এদের মধ্যে অনেক শিক্ষার্থীও রয়েছে, যারা বিভিন্ন সময়ে প্রতিবাদে অংশ নেওয়ায় এক বছরের বেশি সময় ধরে কারাবন্দী ছিলেন।