খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: দূর ভবিষ্যতে কোথায় থাকবেন, কোন দলে খেলবেন- এসবের কোনো বিষয়েই নিশ্চিত নন লিওনেল মেসি। তবে কখনও আর্জেন্টিনায় ফিরে গেলে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে খেলার ইচ্ছা পাঁচবারের বর্ষসেরা তারকার।
১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত নিওয়েলসেই ফুটবলে হাতেখড়ি হয় মেসির। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে যোগ দেন তিনি।
সম্ভব হলে ভবিষ্যতে পুরনো ক্লাবে ফিরতে চান মেসি।
“আগামীকাল যদি আমি আর্জেন্টিনা ফিরে যাই, তাহলে নিওলেসের হয়ে খেলব।”
ক্যারিয়ারের শেষ দিকে স্বদেশের ক্লাবে ফেরার ইচ্ছার কথা আগেও কবার জানিয়েছেন মেসি। তবে তার নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করেননি ২৯ বছর বয়সী এই তারকা।
“আগেও যেমন বলেছি, কবে এটা হবে অথবা আমি কখনও সেখানে যাব কি না, জানি না।”
বার্সেলোনাতে বিশ্বসেরা তারকা হয়ে ওঠা মেসি বরং স্পেনের এই ক্লাবে আরও অনেক দিন থাকার ইচ্ছার কথা জানিয়েছেন। আর্জেন্টিনায় ফেরার ইচ্ছা তাই এখনও অনেক বছর পরেই সম্ভব বলে জানান তিনি।