Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: রবীন্দ্র জাদেজা হয়তো এখন ভাবছেন, ‘কী দেখার কথা, কী দেখছি!’ কোথায় উৎসবের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠানটা করবেন ভেবেছিলেন ভারতীয় অলরাউন্ডার, উল্টো পড়তে হলো বিতর্কের মধ্যে। বিয়ের অনুষ্ঠান উদ্যাপন করতে গিয়ে বন্দুকের গুলি ছোড়ায় যে এখন পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে জাদেজার ঘনিষ্ঠজনদের।
অনেক দিনের বান্ধবী রিভা সোলাঙ্কির সঙ্গে রাজকোটে আজ বিয়ে হচ্ছে ২৭ বছর বয়সী অলরাউন্ডারের। কিন্তু অনুষ্ঠানটা তেতো হয়ে গেল উদ্যাপনের বাড়াবাড়িতে। বিয়ের বরযাত্রায় হইহুল্লোড় করতে গিয়ে জাদেজার আত্মীয়স্বজনেরা হাওয়ায় গুলি ছুড়েছিলেন। কিন্তু আইনসিদ্ধ না হওয়ায় এখন ব্যাপারটা গড়াচ্ছে থানা-পুলিশে। আইবিএন সেভেনের খবর, কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে লোধিকা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তদন্তও শুরু করেছে পুলিশ।
থানার পিএসআই বলেছেন, ‘আমরা ফুটেজ পরীক্ষা করে দেখছি। গুলি যদি কোনো লাইসেন্স করা বন্দুক থেকেও ছোড়া হয়, সেটি শুধু আত্মরক্ষার স্বার্থে করা যাবে। অপরাধ প্রমাণিত হলে তিন বছরের সাজাও হতে পারে।’
সাজা জাদেজার কোনো স্বজনের হতে