খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: আইপিএলে কাটারবয়ের কাটারে কেটে যাচ্ছেন ব্যাটসম্যানরা। এমনটিক ব্যাটসম্যানরা তাল সামলাতে না পেরে ভুলুণ্ঠিতও হচ্ছেন। যা দেখা গেছে গত পরশু কেকেআর ও সানরাইজার্সের ম্যাচে। দুই ম্যাচে সেই কাটারবয় মোস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হয়েছেন ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো ব্যাটসম্যানরা। উড়ে গেল হার্ডহিটার আন্দ্রে রাসেলের স্ট্যাম্প। তারপরও আফসোস। তার দল সানরাইজার্স হায়দরাবাদ এখনো জয়ের মুখ দেখেনি। দুই ম্যাচে দু’টিতেই হার। এবার কাটার মাস্টারের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়নদের বিপে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে মুস্তাফিজের সানরাইজার্স।
আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সাথেই যাত্রা হয়েছে মুস্তাফিজের। প্রথমবার বিদেশী লিগে খেলতে গিয়ে সেই দাপট বজায় রাখেন। আইপিএলে বল হাতে নিজের কাজটি করে যাচ্ছেন ঠিকভাবে। কিন্তু তার দল হারেরি গ-িতেই আটকা। আজ হায়দরাবাদে প্রথম জয়ের খোঁজে রাজিব গান্ধী স্টেডিয়ামে মুম্বাইকে মোকাবেলা করবে সানরাইজার্স।
মুস্তাফিজের দলটি মাঠের লড়াইয়ের বাইরে ইনজুরির সঙ্গেও লড়ছে। চোটের কারণে যুবরাজ সিং, কেন উইলিয়ামসন ও আশিষ নেহরার মতো ক্রিকেটারেরা সাইডলাইনে বসে আছেন। শেখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নাররাও কিছু করতে পারছেন না। বোলারদের অবস্থা আরো করুণ। মুস্তাফিজ ছাড়া কেউই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারছেন না। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ২২৭ রান করে তাদের বিপক্ষে। যেটি চলতি আসরে এখন পর্যন্ত আইপিএলে সেরা স্কোর। ম্যাচটিতে মুস্তাফিজ বাদে সব বোলারদের ইকোনমি ৯-এর বেশি ছিল।
মুস্তাফিজের ইকোনমি ছিল ৬.৫। চার ওভারে ২৬ রানে ২ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে ওভারে দেন ৩ রান। দ্বিতীয় ওভারে ৫ রান। তৃতীয় ওভারে ৭ রান দিলেও তুলে নেন আন্দ্রে রাসেলের উইকেট। প্রথম তিন ওভারে কোনো চার-ছক্কা দেননি। কিন্তু মুস্তাফিজের শেষ ওভারে একটি ছক্কা ও একটি চারসহ মোট ১৪ রান নেয় কলকাতা। সব মিলিয়ে ২৯ রান দেন তিনি। তার সতীর্থ ভুবনেশ্বরও ২৯ রান দেন। কিন্তু উইকেট পাননি। বাকিরা তার চেয়ে বেশি রান দেন।
অপর দিকে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের ব্যাপারে কিছুটা আশাবাদী হতে পারে। প্রথম তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচে জিতেছে তারা। পুনের বিপক্ষে হারের পর কলকাতার বিপক্ষে জিতলেও গুজরাটের বিপক্ষে ফের হার। পুনরায় জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে খেলবেন রোহিত শর্মারা। সানরাইজার্সের তৃতীয় ম্যাচেও বোলিংয়ে বড় ভরসা থাকবেন মুস্তাফিজ। দলের মুখে হাসি ফুটাতে আজ নিশ্চয়ই একাদশে থেকে মুম্বাইয়ের বিপক্ষে লড়বেন সাতক্ষীরা এক্সপ্রেস।-