খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই শত ছাড়িয়েছে। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এখন পর্যন্ত ২৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের উপকূলীয় শহর মুসনে শহরের কাছে আঘাত হানে। কয়েক দশকের মধ্যে শক্তিশালী এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুর্গত এলাকায় ১০ হাজার সেনা সদস্য ও সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেই সঙ্গে ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উৎপত্তিস্থল থেকে ৩০০ মাইল দক্ষিণে গুয়াইয়াকুইল শহরের একটি সেতু ভেঙ্গে পড়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া থেকেও ভূমিকম্পটি অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও সমবেদনা।