খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: জাপানের ফুকুওকা শহরে ভূমিকম্পের পর রহস্যময় ফেনায় ঢেকে যাচ্ছে । মাটির নিচ থেকে উঠে আসছে এই ফেনা। আর ভেসে যাচ্ছে রাস্তা। সংবাদমাধ্যম জানায়, জাপানের কিয়ুশু এলাকায় শনিবার সকালে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়। এতে কমপক্ষে ২৯ জন নিহত হয়। অনেকে ঘরবাড়ি হারিয়েছে। আহত হয় দেড় হাজার।
এই ভূমিকম্পের পর থেকেই ফুকুওকা শহরে রহস্যময় ফেনা দেখা যাচ্ছে। ফুকুওকার বাসিন্দারা বলেন, ভূমিকম্পের পরপরই এই ফেনা উঠেতে শুরু হয়। মাটির নিচে থেকে এ সব উঠছে। ফেনার ওঠার কারণ কেউ বলতে পারেনি। তবে ভূমিকম্পের কারণে মাটির নিচে কোনো পাইপ ফেটে এই ফেনা উঠতে পারে বলে অনেকে ধারণা করছে।