খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: মেয়েরা সবসময় ফ্যাশন সচেতন হয় বেশি। তারা সবসময় নিজেদেরকে সময়ের সাথে সাথে রাখতে পছন্দ করেন। সৌন্দর্যতার কথা বলতে গেলে আগে আসে চুলের কথা।
বেশিরভাগ মানুষের লম্বা ও উজ্জ্বল চুল অনেক পছন্দের। কিন্তু লম্বা চুলের যত্ন নেয়া অনেক কষ্টকর। কিন্তু আপনি শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলের সকল সমস্যা সমাধান করতে পারেন।
ডিমের তৈরি মাস্ক ব্যবহার করলে খুব সহজেই আপনার চুল সিল্কি হবে এবং গোঁড়া থেকে মজবুত হবে। আসুন ডিমের মাস্ক তৈরির নিয়ম জেনে নেয়া যাক।
প্রথমে একটি বাটিতে সম্পূর্ণ ডিম ভেঙ্গে নিন। তার মাঝে একটি লেবুর সম্পূর্ণ রস মিশিয়ে নিন। তারপর ডিম ও লেবুর রস খুব ভালভাবে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ কন্ডিশনারের মত আপনার সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ঠাণ্ডা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার করে এই কন্ডিশনার ব্যবহার করুন।