Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: জ্যৈষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে যারা সরকারের সমালোচনা করেন তাদেরকে সরকার বার্তা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার দুপুরে ঢাকাস্থ সিলেট জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, শফিক রেহমানকে গ্রেপ্তার করে সরকার বলতে চাচ্ছে, আপনারা যারা এখনও সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাদের অবস্থাও শফিক রেহমানের মত হবে।
তিনি বলেন, এ বার্তা হচ্ছে নুরুল কবির, আসিফ নজরুল, মুর্তজাসহ যারা সরকারের সমালোচনা করেন তাদের জন্য। সরকারের বিরুদ্ধে কথা বললেই ৮২ বছরের শফিক রেহমানের মত গ্রেপ্তার করা হবে।
এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, কার কাছে অভিযোগ করবেন? শফিক রেহমানের মত ব্যক্তির যখন নিরাপত্তা নেই তখন কে আপনাকে নিরাপত্তা দিবে? এদেশে রাষ্ট্র বলে কিছু নেই, শেখ হাসিনার নেতৃত্বে বিপন্ন হয়ে গেছে সব।
নিখোঁজ থাকা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সরকারের কাছেই আছে বলে দাবি করে তিনি বলেন, ওইদিন সরকারের সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে নিয়ে গেছে। তাই ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে সরকার। সরকারের কাছেই ইলিয়াস আলী আছে। এটা সু-স্পষ্ট।
এসময় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরের মধ্যে আর চিৎকার চেঁচামেচি না করে সত্যিকার অর্থে যদি দাঁড়াতে পারি তাহলে হয়তো গণতন্ত্র আমরা ফিরে পাব।
ঢাকাস্থ সিলেট জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ।