Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আয় এবং দখলে থাকা অঞ্চলের লোকবল জনসংখ্যা উভয়েই এক তৃতীয়াংশ কমেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান।
আয় কমে যাওয়ার গোষ্ঠীটির স্বঘোষিত ‘খিলাফত’ শাসন হুমকির সম্মুখিন বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষক কোম্পানি আইএইচএস বলছে, চলতি বছরের মার্চে আইএস-এর আয় হয়েছে ৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গেল বছরের মাঝামাঝি সময় থেকে গোষ্ঠীটির মাসিক আয় ছিল প্রায় ৮ কোটি মার্কিন ডলার। অর্থাৎ কমেছে প্রায় এক তৃতীয়াংশ আয়।
একই সময়ের মধ্যে আইএসের দখলে থাকা তেলকূপ থেকে দৈনিক তেল উৎপাদন ৩৩ হাজার ব্যারেল থেকে কমে ২১ হাজার ব্যারেলে নেমে এসেছে।
মূলত মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার কারণে তেলকূপগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন হ্রাস পেয়েছে।।
আইএইচএসের জ্যেষ্ঠ বিশ্লেষক লুদোভিকো কারলিনো এক প্রতিবেদনে বলেন, “ইসলামিক স্টেট এখনো ওই অঞ্চলে একটি শক্তি। কিন্তু গোষ্ঠীটির আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় ওই অঞ্চলে দীর্ঘমেয়াদে তাদের শাসন জারি রাখা ক্রমশ হুমকির সম্মুখীন হবে।”
২০১৪ সাল থেকে গোষ্ঠীটি তাদের দখলে থাকা মোট অঞ্চলের ২২ ভাগ ইতিমধ্যে খুইয়েছে। এমন কী ওইসব অঞ্চলের জনগোষ্ঠীও ৯০ লাখ থেকে কমে ৬০ লাখে এসে দাঁড়িয়েছে।
আইএইচএসের প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটির মোট আয়ের ৫০ ভাগই আসে কর ও সম্পদ বাজেয়াপ্তকরণের মাধ্যমে।
আর ৪৩ শতাংশ আয় আসে তেল চোরাচালান এবং বাকি আয় আসে মাদক চোরাকারবার, বিদ্যুৎ বিক্রি এবং অনুদানের মাধ্যমে।