Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: ন্যু ক্যাম্পে রোববার রাতে স্প্যানিশ লা লিগার খেলায় ভ্যালেন্সিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে যায় বার্সা। অপরদিকে প্রতিপক্ষের মাঠে জয়ের পর উদযাপন করছিলেন ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা। পরাজিত দলের তারকা নেইমারের কাছে বোধ হয় ব্যাপারটা ভালো লাগেনি।
সফরকারী দলের রাইট-ব্যাক আন্টোনিও বারাগানের মাথায় ‘আলতো’ চড় বসিয়ে দেন নেইমার! এর জন্য ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা ব্রাজিল অধিনায়কের দিকে তেড়ে আসছিলেন। কিন্তু ব্যাপারটা বেশি দূর গড়ায়নি। জয়ের আনন্দের স্রোতেই হয়তো ভেসে গেছে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়ের ক্ষোভ আর রাগ।
এদিকে মাঠে দায়িত্বরত রেফারি ডেভিড ফার্নান্দো বারবালাচের চোখ এড়িয়ে যায় ব্যাপারটি। তবে টিভি রিপ্লেতে ধরা পড়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের মাথায় নেইমারের চড় দেয়ার দৃশ্যটি। এর জন্য লা লিগায় কয়েকটি ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বার্সেলোনা ফরোয়ার্ড। কেননা ফুটবলের নিয়ম বলছে, মাঠে কারো মাথায় আঘাত করলে নিষেধাজ্ঞার আওতায় পড়ে থাকেন খেলোয়াড়রা। এটা খাদের কিনারে পড়া বার্সার জন্য বড় ‘দুঃসংবাদ’ই বটে।