Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: যুক্তরাষ্ট্রের তদন্তে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের তালিকায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নাম এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে ষড়যন্ত্রকারীদের বিচার এদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন তিনি। আজ বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিক রেহমানের গ্রেপ্তারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপরাধীকে গ্রেপ্তার করলেও অপরাধ হয় এখন। যদি অপরাধীকে গ্রেপ্তার করলেই অপরাধ হয়, তাহলে এদেশে বিচার কি করে হবে? তারা সাংবাদিক দেখলো, দেখলো না অপরাধী। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনে ঐক্যবদ্ধ করেন। ১৯৭১ সালের ৭ মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেও তার ভাষণের ওপর ভিত্তি করে এবং তার নির্দেশনা মতো এপ্রিলের ১০ তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়। এরপর ১৭ই এপ্রিল সে সরকার শপথ নেয়। এই সরকার গঠনের মধ্য দিয়েই বিশ্বে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাঙালি।