খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহানকে (সিএসও) দোষী সাব্যস্ত করেছে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট কোর্ট। একই সাথে তাঁকে সর্বোচ্চ সতর্ক করে দেওয়া হয়েছে।
সিভিল এভিয়েশনের একাধিক নিরাপত্তা কর্মীকে চুরিসহ নানা অপরাধে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিয়ে নাখোশ ছিলেন নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান। একটি ঘটনার শুনানির জন্য তাকে কোর্টে তলব করা হলে তার অনুগতরা নানাভাবে হ্ট্টগোল শুরু করে।
উল্লেখ্য, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ ও শরীফ মুহাম্মদ ফরহাদ যোগ দেওয়ার পর থেকে যাত্রী হয়রানি বন্ধ, চোরাচালানরোধে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এই দুই ম্যাজিস্ট্রেট যাত্রীদের আস্থার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন বলে জানা গেছে।
বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ কালের কণ্ঠকে বলেন, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহানকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এ জন্য তাঁকে সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে।