Tue. Mar 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে তাঁর কার্যালয়ে বৈঠকটি হবে।
দলীয় সূত্র জানায়, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান জানান, বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।