Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: আঙ্গুলের ছাপের (বায়োমেট্রিক পদ্ধতি) মাধ্যমে সিম নিবন্ধন পূর্ব নির্ধারিত সময় ৩০ এপ্রিলই শেষ হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ কাজের জন্য সময় বাড়ানো হবে না। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পয়েন্টের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তারানা হালিম বলেন, ১ মে থেকে স্বল্প সময়ের জন্য ইঙ্গিত দেবো। এর মধ্যে সিম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৬ কোটি ৩৬ লাখ সিম নিবন্ধিত হয়েছে। নিবন্ধন কাজের জন্য একলাখ ডিভাইস রয়েছে। আশা করি বাকী সময়ের মধ্যে বাকী সিমগুলোর নিবন্ধন শেষ হয়ে যাবে। সচিবালয়ের যে পয়েন্টটি উদ্বোধন করা হয়েছে সেখান থেকে সকল মোবাইল কোম্পানির সিম নিববন্ধন করা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি আরো বলেন, ১ মে থেকে স্বল্প সময়ের জন্য সিম বন্ধ করে ইঙ্গিত দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে সিম বন্ধের সময় বৃদ্ধি পাবে। এক সময় সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্চ মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে, ছয়টি অপারেটরের মোট গ্রাহক মোবাইল গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার।