খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: একটি বিশ্ববিদ্যালয়ের এক সিদ্ধান্তে হতবাক হয়ে গেল গোটা দুনিয়া। কী সেই সিদ্ধান্ত ? একসঙ্গে হাঁটতে পারবেন না ছাত্রছাত্রীরা। এমনকী, পাশাপাশি বসতেও পারবেন না। এমন নির্দেশিকা জারি করেছে পাকিস্তানের পাখতুনখোয়া সোয়াত বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কেউ এই নির্দেশিকা ভাঙার চেষ্টা করেন, তাহলে ৫০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে। সেইসঙ্গে জরুরিভিত্তিক বৈঠকে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও ডেকে আনা হবে।