Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: ভূমিকম্প কখন হবে এ বিষয়ে কোনও নিশ্চয়তা কখনও কেউ দিতে পারে না। তবে পৃথিবী পৃষ্ঠের ইলেক্ট্রনিক প্লেট নড়ে যাবার ফলে ঘন ঘন ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। কোন দিকের প্লেট কতটুকু সরে গেছে এবং কোন কোন দেশ ভয়ানক ঝুঁকির মাঝে রয়েছে তা সম্পর্কে ভূতত্ত্ববিদেরা ধারণা দিতে পারেন।
গত বছর এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর এখন পর্যন্ত পাকিস্তান, জাপান, ইকুয়েডোর, মায়ানমার, ফিলিপাইন, ভানুয়াতু এবং টঙ্গায় ভূমিকম্প হয়েছে। এতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। একের পর এক বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভূমিকম্প ঘটেই চলেছে।
নেপালের ভূমিকম্পের পর থেকে বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক গুরুত্ব দিচ্ছে। তখন থেকে শোনা যাচ্ছিল ২০১৫ সালের মে মাসের মাঝে ভয়ানক ভূমিকম্প হবে যার ফলে পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ বিলুপ্ত হয়ে যাবে। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পূর্বে ছোট ছোট ভূমিকম্পের আগমন হবার কথাও তারা জানিয়েছিলেন।
এপ্রিলের শুরুতে একজন বিজ্ঞানী বলেছিলেন, ১১ থেকে ২০ এপ্রিলের মাঝে বিভিন্ন স্থানে ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে। তার কথা কতটা সত্যি হয়েছে তা আমাদের সকলের অবগত। এবার তিনি জানিয়েছেন, ২২ ও ২৩ শে এপ্রিলের মাঝে যে কোন সময় আবার ভূমিকম্পের শিকার হবে পৃথিবীবাসী। বিশেষত আর্জেন্টিনা, সান জুয়ান, দক্ষিণ ইতালি, তাজিকিস্তান ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প হবার প্রবণতা বেশি।
তার এই ধারণার পেছনের বৈজ্ঞানিক উক্তিও দিয়েছেন তিনি। আগামী ২১ ও ২২ শে এপ্রিলে পৃথিবী সৌরমণ্ডলে একটি অস্থিরমতি জ্যামিতিতে পড়বে, যার ফলে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে। মূলত দ্বিপথ চৌম্বক পোর্টালের কারণে এই ভয়ানক সময়ের আবির্ভাব হতে পারে।
তার হিসেব সঠিক হলে ২২ ও ২৩ শে এপ্রিলের মাঝে যে কোন সময় ভূমিকম্প হতে পারে। তাই সকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন।