খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: লিওনেল মেসি নন। নন উসাইন বোল্টও। বিশ্বসেরা এই দুজনকে হারিয়ে টানা দ্বিতীয় বছরের মতো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন নোভাক জকোভিচ। আর মেয়েদের ক্যাটাগরিতে সেরেনা উইলিয়ামস তৃতীয়বারের মতো জিতলেন বিশ্বের সেরা ক্রীড়াবিদের এই পুরস্কার। ২০১৫ সালে এই দুজনই টেনিসে ছিলেন দারুণ সফল। সোমবার বার্লিনে দেয়া হয় এই পুরস্কার। লরিয়াস অ্যাওয়ার্ডকে বলা হয় ‘খেলাধুলার অস্কার’।
দুজনই টেনিসের এক নম্বর। গেলো বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছিলেন সার্বিয়ান সুপারস্টার জকোভিচ। ২৮ বছরের এই খেলোয়াড় হেরেছিলেন কেবল ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা। ৬টি মাস্টার্স শিরোপাও জিতেছেন। সাফল্যে হার মানিয়েছেন দুই নমিনি মেসি ও বোল্টকে। সেরেনা উইলিয়ামস ৩৪ বছরেও অপ্রতিদ্বন্দ্বী যেন! শুধু দেশের মাটির ইউএস ওপেনের ফাইনালে উঠতে পারেননি। হেরেছিলেন সেমিফাইনালে।
তার আগে বছরের বাকি তিন গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনিই। আর্জেন্টিনা ও বার্সেলোনার ফুটবলার মেসি অবশ্য একটি পুরস্কার জিতেছেন। হয়েছেন বর্ষসেরা অ্যাথলেট। গত মাসে ৬৮ বছর বয়সে ক্যান্সার মারা যাওয়া নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ও কোচ ইয়োহান ক্রুইফকে দেয়া হয়েছে স্পিরিট অফ স্পোর্টস অ্যাওয়ার্ড। বর্ষসেরা দল হয়েছে রাগবি বিশ্বকাপ জেতা নিউজিল্যান্ড।