Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: আফগানিস্তানের কোচের পদ ছেড়ে দেওয়ার পরই বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যায়- পাকিস্তানের প্রধান নির্বাচক হচ্ছেন ইনজামাম-উল-হক। পরিবর্তনের লক্ষ্যে সোমবার তাকেই প্রধান নির্বাচক হিসেবে ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর নতুন করে দায়িত্ব নিয়েই ইনজি জানিয়েছেন, পরিবর্তনের জন্য স্বাধীনভাবে কাজ করার সুযোগ চান তিনি।
আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েই চমক উপহার দিয়েছিলেন ইনজামাম। তার অধীনে মাত্র ছয় মাসের মধ্যেই টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজ জেতে আফগানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে সাফল্যের পর সুপার টেনে ওয়েষ্ট ইন্ডিজকেও হারায় আফগানিস্তান। যে ওয়েষ্ট ইন্ডিজই পরে চ্যাম্পিয়ন হয়।

তবে পাকিস্তান দলকে হঠাৎ করে পরিবর্তন করে দিতে তেমন কোনো জাদু জানেন না বলে জানিয়েছেন ইনজামাম। পাকিস্তান ক্রিকেটে সুদিন ফেরাতে সময় আর স্বাধীনভাবে কাজ করার কথা জানিয়েছেন মুলতানের সুলতান।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ইনজামাম বলেন, ‘আমার কাছে কোনো জাদুর কাঠি নেই। এর (পরিবর্তন) জন্য কিছুটা সময় লাগবে। তবে দলের পারফরম্যান্সের পরিবর্তনটা খুব তাড়াতাড়িই দেখতে পারবেন। আশা করছি, আমি স্বাধীনভাবেই আমার কাজটুকু করতে পারব।’
অধিনায়ক হিসেবে নিজের সেরাটা আগেই প্রমাণ করেছেন ইনজামাম। এবার প্রধান নির্বাচক হিসেবে সেভাবে এগোনোর কথা জানিয়ে তিনি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে যেভাবে দলকে চালিয়েছি, আগামীর প্রস্তুতিটা সেভাবেই নেব। তবে এটাও জানি, অধিনায়ক আর নির্বাচকের দায়িত্বটা সম্পূর্ণ ভিন্ন। অধিনায়ক হিসেবে দলে অবদান রাখার চেষ্টা করেছি। এবার নির্বাচক হয়ে দলে অবদান রাখতে চাই।’
চার সদস্যের নির্বাচক কমিটিতে ইনজামাম সঙ্গী হিসেবে পাচ্ছেন এক সময়ের সতীর্থ ওপেনার ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তি, প্রাক্তন অফস্পিনার তৌসিফ আহমেদ ও প্রাক্তন পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম হায়দারকে। আফগানিস্তানের বিপক্ষে ইনজামামের সেরাটা দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার পাকিস্তান ক্রিকেটেও সোনালী দিন ফেরাতে তার দিকে পাখির চোখ থাকবে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের।