Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহন আগামী ২৩ এপ্রিল শনিবার। এ জন্য বুধবার মধ্যরাত থেকে সংশ্লিষ্ট ইউপি এলাকায় সবধরণের মোটরযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামীকাল বৃহস্পতিবার মধ্যেরাত থেকে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। এ অবস্থায় ভোটের সব প্রস্তুতি শেষ পর্যায়ে গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে। সেই সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোন মিছিল-শোডাউন করা যাবে না।
এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম বলেন, মাঠ পর্যায়ে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব কার্যক্রম করতে হবে, তার বিস্তারিত নির্দেশনাসহ ১২টি পরিপত্র দেওয়া শেষ হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করে ভোটের আয়োজন শেষ করবে।
তিনি বলেন, বিধিলঙ্ঘন, অভিযোগসহ যদি কোন বিষয়ে মাঠ কর্মকর্তারা সিদ্ধান্ত চায় তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। 
এছাড়া বাকী সব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া রয়েছে। প্রচারের শেষ সময়ে বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ৬৮৫টি ইউপিতে ২৩ এপ্রিল ভোট হবে। ৭১১ ইউপির তফসিল হওয়ার কথা থাকলেও তৃতীয় ধাপে বাদ পড়ে ২৬ ইউপি।