Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বৃত্তি চালু করা হবে। এজন্য আর্থিক সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট ফান্ড থেকে।
বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, আগামী প্রজন্মের জন্য শুধু শিক্ষাই নয়, মানসম্মত উচ্চশিক্ষাও নিশ্চিত করা হবে। আর এজন্যই বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে।
এরই মধ্যে এ ট্রাস্টে ১ হাজার কোটি টাকা জমা হয়েছে, জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার স্বার্থে এ ফান্ডের পরিসর আরো বাড়ানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে মেধা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। মেধাবীরা এগিয়ে যেতে পারছে। এ ছাড়া, দেশে নারীশিক্ষার প্রসার ঘটেছে। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতির জনকের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করে চলেছে।
প্রধানমন্ত্রী জানান, একাত্তরে মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে জাতির জনক সবচেয়ে বড় অগ্রাধিকার দিয়েছিলেন শিক্ষাকে। প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার সরকার ক্ষমতায় এসে ১৯৯৬ সালে এবং পরবর্তী সময়ে ২০০৯ সালে ক্ষমতায় এসে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পাঁচ বছরে দেশে স্বাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করে। কিন্ত ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে তা ফের আগের অবস্থায় নিয়ে যায়। আর ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে ফের এগিয়ে নিয়ে যাচ্ছে।
ওই সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট জ্যেষ্ঠ সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন।