Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: সম্প্রতি ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তি বসতে চলেছে লন্ডনে। এতদিনে তা তৈরিও হয়ে গিয়েছে। সিঙ্গাপুর, হংকং, ব্যাঙ্কক হয়ে তা পৌঁছবে লন্ডনে মাদাম তুসোর মোমের জাদুঘরে। কিন্তু জানেন কি কে এই মাদাম তুসো? কেনইবা মোমের মূর্তির জাদুঘর গড়লেন তিনি?
মাদাম তুসোর আসল নাম কিন্তু এটা নয়। তাঁর নাম মেরি গ্রসহোৎজ। মেরিরা ছিলেন ফ্রান্সের বাসিন্দা। মাত্র ছয় বছর বয়সে মেরির বাবা পরলোকগমন করেন। বাধ্য হয়েই তাঁর মাকে কাজের সন্ধান করতে হয়। সুইজারল্যান্ডে ফিলিপ কর্টিয়াস নামে এক চিকিৎসকের বাড়ি হাউসকিপারের কাজ পেয়ে যান তিনি। এই চিকিৎসক জানতেন মোমের মূর্তি বানানোর পদ্ধতি। ছোট্ট মেরিকে তিনি এই নেশা ধরিয়ে দেন। কর্টিয়াস যেমন তেমন ভাস্কর ছিলেন না। দক্ষ এই ভাস্কর তাঁর বানানো মোমের মূর্তি দিয়ে প্যারিসে দু’দুটো প্রদর্শনীও করেন।
মেরিরাও এই সূত্রে আবার প্যারিসে ফিরে আসেন। এরপর মেরি নিজে মোমের মূর্তি বানানো শুরু করেন। ১৯৭৭ সালে তিনি প্রথম ভলতেয়ারের মূর্তি বানান। এরপর একের পর এক রুশো, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি তৈরি করেন তিনি। ফ্রান্সিস তুসোকে বিয়ে করার পর তিনি নাম বদলে হন মাদাম তুসো। তাঁর মোমের মূর্তির সংগ্রহ নিয়ে তিনি ইউরোপ ভ্রমণ করেন। ইতিমধ্যে রাজনৈতিক কারণে তাঁর আর ফ্রান্সে ফেরা হয় না। লন্ডনেই পাকাপাকিভাবে থেকে যান তিনি। বেকার স্ট্রিটে থাকাকালীন তিনি তাঁর মোমের মূর্তির প্রদর্শনী করেন। এখন তাই-ই মাদাম তুসোর মিউজিয়াম নামে বিখ্যাত।
অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন সহ বহু বিশিষ্ট ভারতীয় এ মিউজিযামে জায়গা পেয়েছেন। এবার সে মিউজিয়ামে পা রাখলেন মোদিও।