খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশের একটি সরকারি জ্বালানি তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। বন্দরনগরী কোটজাকোলকোসে হওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছে শতাধিক। দুর্ঘটনার পরে বহুসংখ্যক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে মেক্সিকোর রাষ্ট্রীয় জ্বালানি তেল প্রতিষ্ঠানের পেমেক্স এর এই প্রক্রিয়াজাত কেন্দ্রে বড় একটি অগ্নিশিখা ও ব্যাপক ধোঁয়া দেখা যাচ্ছে। স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভেরাক্রুজ রাজ্যের গভর্নর হাভিয়ের দুয়ার্তে জানিয়েছেন, বিস্ফোরণটি ১০ কিলোমিটার দূরেও অনুভব করা যাচ্ছিল।
সন্ধ্যার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তারপরেও স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতর থাকার পরামর্শ দেয়া হয়েছে যাতে আগুনের সৃষ্ট দূষণে ক্ষতির মাত্রা কমানো যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছে ১০৫ জন যার মধ্যে ৫৮ জনই প্রতিষ্ঠানটির কর্মী। সামাজিক গণমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে স্থানীয় হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আহতদের ব্যাপক রক্তক্ষয় হচ্ছে।