Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: বিশ্বের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ সড়ক হিসেবে পরিচিত ভারতের সড়কগুলো ২০১৫ সালে আরো বিপদজনক হয়েছে। যার ফলে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। এক পরিসংখ্যানে জানা যায়, দেশটির সড়ক গত বছর প্রতিদিন গড়ে ৪০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। সে হিসেবে প্রতি ৩.৬ মিনিটে সড়কে একজন মানুষের প্রাণহানি হয়েছে। বিশেষজ্ঞরা বিষয়টিকে সড়কে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন।
যদিও ২০২০ সাল নাগাদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য স্থির করেছেন দেশটির সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গাড়করি। বিভিন্ন প্রদেশের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে উত্তর প্রদেশে, ১৭ হাজার ৬৬৬ জন। তালিকায় শীর্ষ পাঁচ প্রদেশের মধ্যে তামিলনাড়ুতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ হাজার ৬৪২ জন, মহারাষ্ট্রে ১৩ হাজার ২১২ জন, কর্নাটকে ১০ হাজার ৮৫৬ জন এবং সবশেষ রাজস্থানে ১০ হাজার ৫১০ জন মারা গেছেন।
এদিকে, ভারতের বড় বড় শহরগুলোতে দিন দিন সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। তবে রাজধানী নয়াদিল্লি ও চন্ডিগড়ে এ সংখ্যা কমেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কমেছে আসামে। উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে গত বছর ১১৫ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দিল্লিতে গত বছর প্রাণহানির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৯ জনে। সার্বিকভাবে ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৫ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ৪ লাখ ৮৯ হাজার।