Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: গেলোবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু ৫ ম্যাচের ৩টিতে হেরে চাপে পড়ে গিয়েছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে গেলো রাতের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে ১৭০ রান করে ফেললো। কিন্তু অধিনায়ক রোহিত ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন। রোহিতের ৬২ রানের ওপর দাঁড়িয়ে কোহলির আরসিবিকে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে হারালো মুম্বাই। ৫ ম্যাচে মুম্বাই জিতলো ২টিতে। ৩ ম্যাচে ২টি হারলো আরসিবি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফ্লাট উইকেটে রান ওঠে বেশ। সেই হিসেবে কোহলিদের রান একটু কমই হয়ে গিয়েছিল। অধিনায়ক কোহলি এসেছিলেন ওপেন করতে। ধারাবাহিক রানের মধ্যে থাকা এই ব্যাটসম্যান এদিন ৩৩ রান করলেন। ক্রিস গেইলের অনুপস্থিতিতে আরেক ওপেনার লোকেশ রাহুল ২৩ রান দিলেন। আরিসিবির ব্যাটিং মানে ঝড়। কিন্তু মুম্বাইয়ের বোলাররা ভালো সামাল দিয়েছেন পরিস্থিতি। এবি ডি ভিলিয়ার্স ২৯, ট্রাভিস ফ্রেন্ড ৩৭ ও সরফরাজ খান ২৮ রান করেছেন। কারো বড় রান করা হয়নি। পেসার জসপ্রিত বুমরাহ ৩ ও হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুনাল পান্ডিয়া ২ উইকেট নিয়েছেন।
মুম্বাইয়ের জবাবে পার্থিব প্যাটেল (৫) ফিরে গেলেন দ্বিতীয় ওভারেই। কিন্তু জয়ের প্ল্যাটফর্মটা আম্বাতি রাইডুকে নিয়ে গড়ে দিলেন রোহিত। ৫৫ বলে ৭৬ রান তুললেন তারা দ্বিতীয় উইকেটে। এরপর স্পিনার ইকবাল আব্দুল্লা দ্রুত ওই দুই ব্যাটসম্যানকে ফেরালেন। রাইডু ২৩ বলে ৩১ রান করেছেন। রোহিত ৪৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেছেন। ৩ উইকেটে ১০৯ রান ছিল মুম্বাইয়ের।
শেষ ৭ ওভারে ৬২ রান দরকার ছিল মুম্বাইয়ের। জস বাটলার ও কাইরন পোলার্ড আর হারের পরিস্থিতি তৈরি হতে দেননি। দুজন মিলে ৫টি ছক্কা হাঁকিয়েছেন। বাটলার ১৪ বলে ২৮ রান করে আব্দুল্লারই শিকার হয়েছেন। কিন্তু ১৯ বলে ৪০ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন পোলার্ড।