খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: নতুন ইতিহাস গড়লেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
বুধবার রাতে লা লিগায় দেপোর্তিভোকে তাদের মাঠেই ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এর সাতটি গোলের সঙ্গে জড়িয়ে আছেন সুয়ারেজ।
উরুগুইয়ান স্ট্রাইকার নিজে গোল করেছেন চারটি। আর তিনটি গোলে সহযোগিতা (অ্যাসিস্ট) করেছেন।
লা লিগায় একক কোনো ম্যাচে সাত গোলের সঙ্গে জড়িয়ে থাকা প্রথম খেলোয়াড় যে সুয়ারেজই!
নিজের আরেকটি রেকর্ডও ছুঁয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সুয়ারেজের গোল এখন পর্যন্ত ৪৯টি, যা এক মৌসুমে তার সর্বোচ্চ।
এর আগে আয়াক্সে থাকতে ২০০৯-১০ মৌসুমেও ৪৯ গোল করেছিলেন সুয়ারেজ। আর একটি গোল করলেই এক মৌসুমে প্রথমবারের মতো গোলের ‘ফিফটি’ করবেন ২৯ বছর বয়সি এই তারকা।