Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: তুরস্কের সীমান্তরক্ষীদের গুলিতে সিরিয়ার অন্তত আটজন নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। যুদ্ধের কারণে সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এসব মানুষ। ব্রিটেনের দৈনিক পত্রিকা দ্যা টাইমস গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
পত্রিকার খবরে বলা হয়েছে- পাহাড়ি পথে সিরিয়া থেকে তুরস্কে যাওয়ার সময় তাদেরকে গুলি করে তুর্কি সীমান্তরক্ষীরা। ওই পাহাড়ি পথটি চোরাচালানের জন্য কুখ্যাতি অর্জন করেছে।
হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেসব মানুষ তাদের সঙ্গে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, কয়েকদিন ধরে তারা পাহাড়ি পথে তুরস্কে ঢোকার চেষ্টা করছিলেন কিন্তু প্রতিদিনই তারা তুর্কি সীমান্তরক্ষীদের গুলির শিকার হচ্ছিলেন। এসব গুলির ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।
মোবাইলে তোলা ফুটেজে দেখা গেছে- দুই পায়ে গুলিবিদ্ধ এক বাবা তার শিশু সন্তানকে বহন করছিলেন। গুলিতে আহত হওয়ার পর তিনি পেছনে ফিরে যান এবং চিকিৎসা সহায়তার জন্য ছোটাছুটি করছেন। এ দলের সঙ্গে থাকা আইনজীবী আব্দমুনেম কাশকাশ অক্ষত অবস্থায় তুরস্কে পৌঁছে জানান, সিরিয়া থেকে পালিয়ে আসা লোকজনকে তুর্কি সেনারা পথে পথে হত্যা করছে।