খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে।সূচকের পাশাপাশি এদিন লেনদেনও কমেছে। ডিএসইতে আজ ৩১৫টি কোম্পানির ১০ কোটি ৬ লাখ ১ হাজার ৪৭৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪১৬ কোটি ৯১ লাখ ৩১ হাজার ১৪৮ টাকা।
যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ১১ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯.০৫ পয়েন্ট কমে ৪৩৪০.৩৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৩২ পয়েন্ট কমে ১৬৬৬.১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৬৩ বেড়ে ১০৫৭.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।
লেনদেনের দিক দিয়ে শীর্ষে থাকা ১০ কো¤পানি হলো- এমজেএল বিডি, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লি., বাংলাদেশ ন্যাশনাল ইন্সু.,যমুনা অয়েল, ডরিন পাওয়ার, এসিআই লি., বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা ও লঙ্কাবাংলা ফাইন্যান্স। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:বাংলাদেশ ন্যাশনাল ইন্সু., ইস্টার্ন কেবলস, আরামিট লি., কোহিনুর কেমিক্যালস, দেশ গার্মেন্ট, মুন্নু স্টাফলার, জেমীনি সী ফুড, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন ইন্সু. ও ইস্টার্ন লুব্রিকেন্টস। অন্যদিকে দাম কমার দিক দিয়ে শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো- স্টান্ডার্ড ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, ঢাকা ব্যাংক, জাহিন স্পিনিং, শাইনপুকুর সিরামিকস, ড্রাগন সোয়েটার, ঢাকা ডাইং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বে-লিজিং ও রূপালি ইন্সু.।