Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল শুক্রবার আবারও শফিক রহমানের রিমান্ড আবেদন করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার তার ৫ দিনের রিমান্ড শেষে এমনটাই জানালেন ডিবি দক্ষিণের ডিসি মাশরুকুর রহমান খালেদ।
তিনি বলেন, ‘ইতিমধ্যেই শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা পরিকল্পনার বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এই পরিকল্পনার সাথে আরো কেউ যুক্ত আছে কি না, তা জানার জন্য শুক্রবার আদালতের কাছে শফিক রেহমানের দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করবেন ওই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসি হাসান আরাফাত।’ তবে কতো দিনের রিমান্ড আবেদন করা হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি ডিবির এই কর্মকর্তা।
এর আগে, গতকাল বুধবার ঢাকা মেট্রোপালিট পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছিলেন, ‘জিজ্ঞাসাবাদে শফিক রেহমান ২০১২ সালে জাসাস নেতা ও তার ছেলে রিজভী আহমেদ সিজারের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানান তথ্যও বিভিন্ন সময় সংগ্রহ করেছেন।
তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়ার পর তার বাসা থেকে এফবি আই’র বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।’ এ মামলায় তারেক রহমানের সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। এরপর মাহমুদুর রহামানকেও রিমান্ডে নেয়া হবে। তারপরই বলা যাবে তারেক রহমানের সংশ্লিষ্টতা আছে কি না।’ উল্লেখ্য, গত শনিবার (১৬ এপ্রিল) প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে (৮২) তার নিজ বাসায় সাংবাদিক পরিচয়ে প্রবেশের পর ধরে নিয়ে যায় ডিবি পুলিশ।
প্রথমে দেশদ্রোহিতার মামলায় তাকে গ্রেপ্তারের কথা জানানো হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একটি আদালত বাংলাদেশের একজন ‘প্রখ্যাত’ নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহে বে আইনিভাবে সহায়তা করার জন্য ঘুষ নেয়ায় এফবি আইয়ের সাবেক স্পেশাল এজেন্টকে কারাদণ্ড দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও তার ছেলে তাদের দোষ স্বীকার করেন।