Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে তিন হাজার শিশু শরণার্থী নেবে ব্রিটেন। যেসব শিশুর মা বাবা কিংবা আত্মীয়স্বজন নেই ২০২০ সালের মধ্যে এমন সব শিশুর দায়িত্ব নেবে দেশটি।
সিরিয়ার যুদ্ধে বহু শিশু নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া অনেকের অভিভাবক যুদ্ধে মারা গেছেন। এরকম অনেক শিশুই সিরিয়া থেকে পালিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
এটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় শিশু পুনর্বাসনের কর্মসূচি বলে মনে করছে ব্রিটিশ সরকার। এই কর্মসূচিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে তাদের পুনর্বাসন করবে ব্রিটেন। তবে এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০২০ সালে মধ্যে ২০ হাজার শরণার্থী গ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন, এই শিশুরা সেই হিসাবের মধ্যে পড়বে না।
সমালোচকেরা বলছেন, যে হাজার হাজার সিরিয় শরণার্থী শিশু এরইমধ্যে বাবা-মা কিংবা অভিভাবক ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ার পর পাচার ও নিপীড়নের শিকার হয়েছে, এ উদ্যোগ তাদের কোনো উপকারে আসবে না।