Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম দিনেই মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই হ্যাভিওয়েট তারকা মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল খান। নিজেদের দুই দল কলাবাগান ও আবাহনীর অধিনায়কও তারা। তবে মাশরাফি দীর্ঘদিন যাবত অধিনায়কত্ব করলেও তামিম এ তালিকায় প্রায় নবীন। অধিনায়কত্ব কিভাবে করতে হয় তা মাশরাফির কাছ থেকেই শিখছেন বলে জানান তিনি এবং আগামীকালের (শুক্রবার) ম্যাচে তা প্রয়োগও করবেন বলে উল্লেখ করেন এ ড্যাশিং ওপেনার।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে তামিম বলেন, ‘জাতীয় দলে খেলার সময় অধিনায়ককে খেয়াল করতাম তিনি কখন কি সিদ্ধান্ত নেন। কালকের ম্যাচেও ওনাকে দেখবো। সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার চেষ্টা করব। অধিনায়ক হিসেবে খেলাটা আরো বেশী চ্যালেঞ্জিং।’
সাম্প্রতিক সময়ে বেশ কিছু টুর্নামেন্টে অধিনায়কত্ব করছেন তামিম। বিপিএলে চিটাগাং ভাইকিংসের অধিনায়ক ছিলেন তিনি। সেবার তার দল পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করেছিল। তাই এবার তিনি দল নিয়ে বেশ সচেতন। একই সঙ্গে দলের খেলোয়াড়দের পূর্ণ সমর্থন চান তিনি। নিজেও দিতে চান সেরাটা।
‘একটা মানুষই পুরো দলকে বদলে দিতে পারে। কাগজে কলমে একটা দল শক্তিশালী হতে পারে; কিন্তু ২/৩ জন মিলে একটি সাধারণ দলকে টেনে তোলা সম্ভব। এরকম অনেক উদাহরণ আছে। আমি চেষ্টা করব আমার দলকে সর্বোচ্চ দিতে।’