Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: অব্যাহত দরপতনের মধ্যে সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। একই সঙ্গে কমেছে বাজার মূলধনের ও পিই রেশিও। তবে দুই বাজারে টাকার অংকে মোট লেনদেন বাড়লেও কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।
সরকারের আশ্বাসের পরও ঝুলে আছে পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগের সমন্বয় সময়সীমা অর্থাৎ সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট। ফলে বাজার পর্যবেক্ষণ করছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এ কারণে নতুন করে তৈরি হয়েছে আস্থাহীনতা। যার কারণে ৩০০ কোটির ঘরেই ঘুরপাক খাচ্ছে শেয়ারবাজারের লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কার্যদিবস রোববার (১৭ এপ্রিল) লেনদেন শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৮ হাজার ৫১৭ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ২২৪ টাকা এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (২১ এপ্রিল) লেনদেন শেষে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৫০৬ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৮১০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ কোটি ৮ লাখ টাকা।
গত সপ্তাহে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ২ লাখ ৬ হাজার ৭১১ টাকা। যা এর আগের সপ্তাহের চেয়ে ১৮৫ কোটি ৭৪ লাখ টাকা বা ১০ দশমিক ৬৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে চার দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪৭ কোটি ২৮ লাখ ৪ হাজার ৭৩ টাকা।
তবে গত সপ্তাহে ডিএসইতে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। গড়ে প্রতিদিন টার্নওভার দাঁড়িয়েছে হয়েছে ৩৮৬ কোটি ৬০ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ৪৩৬ কোটি ৮২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে টার্নওভার কমেছে ৫০ কোটি ২১ লাখ টাকা বা ১১ দশমিক ৫০ শাতংশ কম।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৮ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ, ডিএস৩০ সূচক কমেছে ১৭ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ০২ শতাংশ এবং শরিয়াহ সূচক ডিএসইএস কমেছে ৮ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।
সপ্তাহের ব্যবধানে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ০৩ শতাংশ কমে ১৪ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে।
বিগত সপ্তাহে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক কমেছে ১ দশমিক ৩৯ শতাংশ।
সিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ, সার্বিক সূচক সিএসসিএক্স কমেছে ১ দশমিক ৪০ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ১ দশমিক ৫৪ শতাংশ এবং শরীয়াহ সিএসআই সূচক কমেছে দশমিক ৯৫ শতাংশ।
সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১১৯ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকা।