খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: রাজধানীর উত্তরখানে দাম্পত্য কলহের জেরে দেড় বছরের শিশু নিহাল সাদিককে হত্যার পর আত্মহত্যার চেষ্টাকারী মা ফাহমিদা মীর মুক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফাহমিদাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম। তিনি বলেন, ‘ফাহমিদার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তিনি এখনও অসংলগ্ন কথা বলে যাচ্ছেন।
চিকিৎসা শেষে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।’ গত সোমবার রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটি রোডের ৮৫০ নম্বর বাসার চারতলার একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে নিজ সন্তান নিহালকে হত্যা করেন ফাহমিদা। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা চালান। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী সাজ্জাদ হোসেন মুরাদকে ‘শিক্ষা’ দিতেই তিনি সন্তানকে হত্যা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আরেফিন জানান, ফাহমিদার মানসিক সমস্যা রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।